বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
এম এস জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ অক্টোবর) ভোর ৫ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলার বদরগাজী ও হলহলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাইকপাড়া ইউপি মেম্বার আবু সায়েম (৪৭), সাবেক মেম্বার আঃ রউফ খাঁন (৬০), হলহলিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লাহর পুত্র ফারুক মিয়া (৫৫), পঁঞ্চাশ গ্রামের সিরাজ মিয়ার পুত্র তাউজ মিয়া (৪১), দেউন্দি গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মো জসিম উদ্দিন (৩০), একই গ্রামের মৃত সিরাজ তালুকদার এর পুত্র খয়ের মিয়া তালুকদার (৩১) কে ও মৃত আইয়ুব আলীর পুত্র আলী হায়দার (৫৮)কে আটক করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে, জসিম উদ্দিন ও খয়ের মিয়া তালুকদারকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ করে অর্থ দণ্ড দেওয়া হয়। সায়েম মেম্বার ও রউফ মেম্বারকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থ দণ্ড দেওয়া হয়। অন্যান্যদের ৫০ হাজার টাকা করে অর্থ দণ্ড প্রদান করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩