বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক নারী শিক্ষার্থীকে শিবিরের এক নেতার প্রকাশ্যে ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং দেশজুড়ে নারী শিক্ষার্থীদের ওপর সাইবার বুলিংয়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কলেজ ক্যাম্পাসে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ শাখার সভাপতি মোঃমমিন মৃধা সিনিয়র সহ-সভাপতিঃ হাসিবুল ইসলাম তুহিন যুগ্ন সাধারণ সম্পাদক সাকিব হোসেন সহ অন্যান্য নেতা-কর্মী ও শিক্ষার্থীরা।
তারা নারী শিক্ষার্থীদের ওপর চলমান নিপীড়ন ও সাইবার বুলিংয়ের তীব্র নিন্দা জানান।
বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, “নারী নিপীড়ন বন্ধ করো, ছাত্রসমাজ জেগেছে”, “সাইবার বুলিং রুখে দাও, নারীদের নিরাপত্তা নিশ্চিত করো”, “শিবিরের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রদল” ইত্যাদি। মিছিল শেষে কলেজ গেটের সামনে এক অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজ শাখার সভাপতি মোঃ মমিন মৃধা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয় ও আমাদের ছাত্রসমাজের জন্য লজ্জাজনক। নিষিদ্ধ সংগঠন ও শিবির উভয়েই ক্যাম্পাসগুলোতে নারীদের জন্য এক অনিরাপদ পরিবেশ তৈরি করেছে।” তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় নারী শিক্ষার্থীদের পাশে আছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।”
বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে নারী নিপীড়নকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তারা আরও বলেন, সাইবার বুলিংয়ের মতো অপরাধ দমনের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩