শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি চৌদ্দগ্রামে নগদের এসআর এর উপর কিশোর গ্যাং এর হামলা, গ্রেফতার-১ রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ এলাকা ঘোষণা ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ১২ সেপ্টেম্বর ভোট গ্রহণ আমতলীতে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আমতলীতে উপজেলা আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সাদা পাথর লুটের দেড় থেকে দুই হাজার ব্যক্তি জড়িত: হাইকোর্টে প্রতিবেদন দাখিল পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ বিএসসি প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠায় খুবির ইসিই ডিসিপ্লিনের মানববন্ধন বাঘাইছড়িতে তিলোকানন্দে ৮৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূণ্যানুষ্ঠান ও স্মরণ সভা কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন জাবির আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে: বরকত উল্লাহ বুলু চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক এবি পার্টির কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিকশা জব্দসহ তিন মাদক কারবারি গ্রেফতার আমতলীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর কারাদন্ড আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন ৪ এনসিপি নেতা

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে জেলা আইনজীবী সমিতি

 

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন প্রভাবশালী আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের সদস্যপদ বহাল থাকায় সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ নাসিমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে সদস্যপদ বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসে।

বাতিল হওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাবেক সভাপতি আবদুল মান্নান রসুল, সহ-সভাপতি মঞ্জুর হোসেন ও তাঁর ছেলে মোর্শেদ কামাল, সাবেক সরকারি কৌশলী (জিপি) তপন কুমার রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম আলম খান কামাল, আ.স.ম মোস্তাফিজুর রহমান (মনু), মাহাবুবুর রহমান তালুকদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সদস্য সচিব জি.কে মোস্তাফিজুর রহমান, সাবেক এপিপি সঞ্জয় কুমার মিত্র, মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মোঃ জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মোঃ আবুল বাশার এবং আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস. এম. রুহুল আমীন রিজভী।

তবে চিঠিতে সদস্যপদ বাতিলের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, “গত ২২ এপ্রিলের কার্যনির্বাহী কমিটির সভায় আপনার সদস্যপদ বাতিল করা হয়েছে।”

এ বিষয়ে সমিতির ভর্তি বিষয়ক সম্পাদক অ্যাড. আক্কাস সিকদার বলেন, “শুধু আওয়ামীপন্থী নন, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ও অনিয়মিত প্রায় ৩০ জনের সদস্যপদ বাতিলের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে সাধারণ সভা ছাড়া এত বড় সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী কার্যকর করা যায় না।”

কার্যনির্বাহী সদস্য অ্যাড. আনিসুর রহমান খান বলেন, “সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হলেও প্রকৃতপক্ষে সভায় এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি সাধারণ সভায় উপস্থাপন করার কথা ছিল।”

বাতিল হওয়া সদস্য অ্যাড. কার্তিক চন্দ্র দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সদস্যপদ অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। আমরা শিগগিরই আইনি পদক্ষেপ নেব।”

অন্যদিকে সমিতির সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সভাপতি অ্যাড. মো. নাসিমুল হাসান বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, তাঁরা বিগত সরকার আমলে নানা অনিয়ম ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের সদস্যপদ বাতিল করা হয়েছে।”

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে। অনেকেই মনে করছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩