শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জাইকা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে বিন্দু মাত্র আপোশ নয়ঃ সারজিস আলম দেশে সুষ্ঠ গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের বৃষ্টিতে ডুবেছে শহর, জলাবদ্ধতায় ভোগান্তিতে শহরবাসী ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই কিশোর আটক দেশের ৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস মাভাবিপ্রবি ঘাটাইল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-উদয় শিবগঞ্জে ৭ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি, পরিকল্পিত হত্যা রাজাপুর সরকারি কলেজে ক্যারিয়ার কর্মশালা: মহৎ জীবনের পথে অনুপ্রেরণার আলো ছড়ালো শিক্ষার্থীদের মাঝে মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নেতৃত্বে নাইম – বাগচী ‎ সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ মহালছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু একটি পরিবার দেওয়াল তুলে রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন আদালতের কাঠগড়ায় শরীরে আগুন দিয়ে যৌতুক মামলার বাদী গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

আদালতের কাঠগড়ায় শরীরে আগুন দিয়ে যৌতুক মামলার বাদী গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে রোববার (২৫ মে) এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। যৌতুক নির্যাতনের মামলার বাদী নুসরাত জাহান আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় আদালতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের নলছিটি শাখায় মামলার জামিন শুনানিতে হাজির ছিলেন উভয় পক্ষ। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি আল আমিন হাওলাদারের সামনে বাদী স্ত্রী নুসরাত জাহান হঠাৎ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে সঙ্গে সঙ্গে কোর্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে থামিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন জানান, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের বাসিন্দা নুসরাত জাহান চলতি বছরের ১৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী আল আমিন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি কারাগারে আছেন।
আইনজীবীর ভাষ্যমতে, মামলার পর স্বামী আল আমিন স্ত্রীকে স্বীকার করতে অস্বীকৃতি জানান, যা নুসরাতকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এই মানসিক চাপ থেকেই স্বামীর জামিন শুনানির দিনে এমন চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর নুসরাত জাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩