মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে “মাভাবিপ্রবি হিসাববিজ্ঞান ক্লাব” নামে একটি ক্লাব গঠন করা হয়েছে।
২২ মে ২০২৫, বৃহস্পতিবার বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রেশমা পারভীন লিমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের শিক্ষার্থী মঈনুদ্দিন মুন্না।
ক্লাবের সভাপতি আতিকুর রহমান বলেন, “বিভাগ প্রতিষ্ঠার পর এতদিন কোনো ব্যবসায়িক ক্লাব না থাকায় আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর সঙ্গে কার্যকরভাবে যুক্ত হতে পারিনি। সেই অভাববোধ থেকেই ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, এই ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মুন্না বলেন, “দীর্ঘদিনের প্রচেষ্টা ও পরিকল্পনার ফলস্বরূপ আমাদের বিভাগে একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের লক্ষ্য হবে এই ক্লাবকে সক্রিয়ভাবে পরিচালনা করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সম্পৃক্ত করা।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, এ ক্লাবের মাধ্যমে তারা বাস্তবজ্ঞান, নেতৃত্বগুণ এবং কর্পোরেট সংযোগ বৃদ্ধির সুযোগ পাবেন, যা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।