মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কে পূরবী বাসের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, চালক পলাতক OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত নুসরাত ফারিয়াকে গ্রেফতারে বিব্রত উপদেষ্টা ফারুকী প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু করছে বাংলাদেশ চলছে ইশরাক সামর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি, উত্তাল নগর ভবন এলাকা হামাস ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির বিনিময়ে নয়জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত ৪০ রোহিঙ্গাকে ধরে নিয়ে আন্দামান সাগরে ফেলে দিল ভারত, তদন্তে জাতিসংঘ হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান নগর ভবনে টানা চতুর্থ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের গায়ে হাত দেয়নি শামীম, দুঃখ প্রকাশ করলেন প্রিয়াঙ্কা পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নারী ব্লগার গ্রেপ্তার প্রায় ৫০ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও একজনের মৃত্যু

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া):
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার মোকামতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
অভিযানে সালেহা ডায়াগনস্টিক সেন্টারে নিবন্ধন না থাকা ও মেয়াদোত্তীর্ণ চিকিৎসা উপকরণ ব্যবহারের অভিযোগে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ৮ ধারার অপরাধে ১৩ ধারায় ৫,০০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ১,০০,০০০ টাকা, মোট ১,০৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে কক্ষে বিধিমতো ব্যবস্থাপনা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন সহায়তা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমীন এবং শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। স্বাস্থ্যসেবায় অনিয়ম কোনভাবেই বরদাস্ত করা হবে না।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩