প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৬:৫৫ এ.এম
শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া):
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার মোকামতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
অভিযানে সালেহা ডায়াগনস্টিক সেন্টারে নিবন্ধন না থাকা ও মেয়াদোত্তীর্ণ চিকিৎসা উপকরণ ব্যবহারের অভিযোগে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ৮ ধারার অপরাধে ১৩ ধারায় ৫,০০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ১,০০,০০০ টাকা, মোট ১,০৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে কক্ষে বিধিমতো ব্যবস্থাপনা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন সহায়তা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমীন এবং শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। স্বাস্থ্যসেবায় অনিয়ম কোনভাবেই বরদাস্ত করা হবে না।”
সম্পাদকঃ এম এ জাফর লিটন, প্রকাশকঃ ইয়াসমিন খাতুন, বাণিজ্যিক কার্যালয়ঃ জেলা সুপার মার্কেটের পূর্ব পাশে, মোনালিসা প্লাজার দ্বিতীয় তলা, মনিরামপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।