রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে নাটোর-২( নাটোর সদর-নলডাঙ্গা) ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন(চরমোনাই)। নৈতিকতা, আমানতদারি ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার নিয়ে দলটির নাটোর-২ আসনের এমপি পদপ্রার্থী, নেতাকর্মীরা গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে তাদের বার্তা পৌঁছে দিচ্ছেন।
প্রচারণাকালে দলীয় নেতারা বলেন, দীর্ঘদিন ধরে দেশ দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের শিকার। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। তারা দাবি করেন, ইসলামী আন্দোলনের রাজনীতি ক্ষমতার লড়াই নয়; বরং ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও জনগণের অধিকার নিশ্চিত করার সংগ্রাম।
নেতা কর্মীরা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে ন্যায্য বণ্টন নিশ্চিত করা হবে। ঘুষ, লুটপাট ও দলীয়করণের রাজনীতি বন্ধ করে যোগ্যতা ও সততার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেন তারা। একই সঙ্গে সংখ্যালঘুসহ সকল ধর্ম ও মতের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষার কথাও তুলে ধরেন।
গণসংযোগে সাধারণ মানুষের সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। অনেক ভোটার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিকল্প শক্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ইসলামী আন্দোলনের ইনসাফভিত্তিক রাজনীতির প্রতি আগ্রহ প্রকাশ করছেন।
দলীয় সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানো হচ্ছে এবং শেষ দিন পর্যন্ত জনগণের দোরগোড়ায় ইনসাফের বার্তা পৌঁছে দেওয়া হবে। তারা আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে জনগণ ন্যায়ভিত্তিক পরিবর্তনের পক্ষে রায় দেবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩