শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন রিফাত কাজী (পিতা: মোঃ শাহিন কাজী, মাতা: রিনা বেগম)। তার বাড়ি শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায়। তিনি স্বাস্থ্য কলোনি আবাসিক এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৬ সালের ৯ জানুয়ারি শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামের ভেতরে গাঁজা সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারির ক্রমিক ২১ অনুযায়ী আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এই সংক্রান্ত পরোয়ানার মাধ্যমে মাদারীপুর জেলা কারাগারের জেল/সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবচর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান,
অভিযান পরিচালনা শেষে এইচ এম ইবনে মিজান বলেন,
“আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছি। উপজেলা প্রশাসন নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনা শিবচরে মাদকবিরোধী প্রশাসনের কঠোর মনোভাবের প্রমাণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩