শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুর ঢালীর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন।
শুকুর ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের হানিফা ঢালীর ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরব প্রবাসে কর্মরত ছিলেন।পরবর্তীতে গত বছর কুয়েতে পাড়ি জমান প্রবাসে থাকাকালীন তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য তিনি দেশে ফিরে আসেন।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে চরম সংকটে পড়েছে তার পরিবার। এই অবস্থায় সামান্য সহযোগিতাও তার চিকিৎসা কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুকুর ঢালীর এমন দুর্দশার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন।
এ বিষয়ে সংগঠনটির এক স্বেচ্ছাসেবী জানান, “উপজেলার এক প্রতিবেশীর মাধ্যমে আমরা শুকুর ঢালীর অসুস্থতার খবর জানতে পারি।
পরে কয়েকজন স্বেচ্ছাসেবী মিলে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেই। তখন জানতে পারি, তিনি এয়ারপোর্টে নামার পরপরই সরাসরি ঢাকা মেডিকেলে ভর্তি হন।”
তিনি আরও জানান, “আমরা তার বাড়িতে গিয়ে অসুস্থ বাবার হাতে আমাদের সাধ্যমতো সামান্য আর্থিক সহযোগিতা তুলে দিয়েছি। তবে এখানেই আমাদের দায়িত্ব শেষ নয়।
বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন সর্বোচ্চ চেষ্টা করবে অসুস্থ শুকুর ঢালীর পাশে সার্বক্ষণিক থাকার।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩