শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহি মোংলা প্রেসক্লাব-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) প্রেস ক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহন শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের মোংলা প্রতিনিধি আহসান হাবিব হাসান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জন্মভূমি পত্রিকার মোংলা প্রতিনিধি মোঃ হাসান গাজী। বিজয়ী অন্যরা হলেন, সহ-সভাপতি পদে ৭১ টেলিভিশনের মোংলা প্রতিনিধি এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরপত্রের মোংলা প্রতিনিধি ইলিয়াচ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের মোংলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক স্বদেশ প্রতিদিনের মাসুদ রানা (রেজা মাসুদ), দৈনিক ভোরের ডাকের হাসিব সরদার এবং দৈনিক প্রতিদিনের সংবাদের আলী আজীম নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চলের মোংলা উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শান্ত।
নির্বাচনকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩