বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক অতিরিক্ত দামে এলপিজি (গ্যাস) সিলিন্ডার বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ই জানুয়ারি) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত জৈন্তাপুর থানার সামনে ও চাঙিল বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব এর নেতৃত্বে ভুমি অফিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ দলের যৌথ অভিযানে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তাকে অতিরিক্ত দাম আদায়ের তথ্য পাওয়ার পর দুইটি প্রতিষ্ঠান থেকে ৩,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব অভিযান শেষে বলেন, প্রতিষ্ঠানের মালিকদের সর্তক করে বলা হয়, ভবিষ্যতে ভোক্তা থেকে এলপিজি সিলিন্ডার সহ সকল পণ্যের আসল মূল্য অনুযায়ী দাম নেওয়া, রসিদটি সংরক্ষণ করা ও অতিরিক্ত টাকা নেওয়া থেকে বিরত থাকার জোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই নিদর্শনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে পাশাপাশি অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩