বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
‎লিও ক্লাব অব কুবির নেতৃত্বে সফিকুল-সিয়াম চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে ইউএনও’র কম্বল বিতরণ, খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে আটকে শ্রমিকের পা বিচ্ছিন্ন মান্দায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহা উৎসব, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ পুবাইল থানা যুবদলের আংশিক কমিটি গঠন সভাপতি মুজিবুর-সম্পাদক সোহেল ‘মুই এহন এট্টু বাঁচতে পারমু’ আসিফ মাহমুদের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল ‎কুবিতে ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায় শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু সুন্দরবনের বন ও বন্যপ্রাণী রক্ষায় বৈদ্যমারী ফরেস্ট অফিসের টহল সাত বিষয়ে ৬০ নম্বরে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রবাসে বিরামপুরের সাংবাদিকের মৃত্যু ভোটের মাঠে প্রশাসন থাকবে নিরপেক্ষ : ডিসি আরেফীন কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিল মাভাবিপ্রবিতে ১১ জানুয়ারি মাওলানা ভাসানীর কবর জিয়ারতে আসছেন তারেক রহমান কুবি’র প্রথম আলো বন্ধুসভার কার্যনির্বাহি কমিটি ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক হলেন ড. নাহিদা বেগম ত্রিশালে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বানেশ্বর ভূমি অফিসের সামনে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সরিষার সোনালী ফুলে মধু’র স্বপ্ন বুনছে কৃষক

মোঃ রায়হান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যেকটি ফসলের মাঠে এখন চোখ জুড়ানো দৃশ্য। চারদিকে বিস্তীর্ণ মাঠ-জুড়ে হলুদ রঙের সরিষার ফুল, তার মাঝেই গুঞ্জন তুলে, উড়ছে হাজারো মৌমাছি। যেন প্রকৃতি আর কৃষকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এক সোনালি সম্ভাবনার গল্প। সরিষার চাষ আর মৌমাছির মধু আহরণ-এই দুইয়ের সমন্বয়ে বদলে যেতে শুরু করেছে স্থানীয় কৃষির চিত্র।

শাহজাদপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, চলতি মৌসুমে আগের চেয়ে বেশি জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। খরচ কম, পরিচর্যা সহজ এবং স্বল্প সময়ে ফলন পাওয়ায় সরিষার প্রতি আগ্রহ বেড়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন সম্ভাবনা-মৌচাষ। সরিষার ফুল থেকে সংগৃহীত খাঁটি মধু এখন বাড়তি আয়ের বড় উৎস হয়ে উঠছে।

এক কৃষক জানান, আগে শুধু সরিষা বিক্রি করেই লাভের হিসাব করতাম। এখন মাঠের পাশে মৌবাক্স বসানোর কারণে মধু বিক্রি করেও ভালো আয় হচ্ছে। একই জমি থেকে তেল আর মধু-দুটোই পাচ্ছি।”

স্থানীয় মৌচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, সরিষার মৌসুমে মধুর উৎপাদন সবচেয়ে ভালো হয়। সরিষার ফুল থেকে পাওয়া মধু হালকা রঙের এবং স্বাদে অনন্য হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। প্রতিদিন সকালে মৌবাক্স থেকে মধু সংগ্রহ করে তা স্থানীয় বাজার ও বিভিন্ন ক্রেতার কাছে সরবরাহ করা হচ্ছে।

মৌচাষি রফিকুল ইসলাম বলেন, সরিষার মাঠে মৌমাছি থাকলে ফসলের পরাগায়নও ভালো হয়। এতে ফলন বাড়ে, আবার আমরা মধুও পাই। এতে কৃষক আর মৌচাষি-দুই পক্ষই লাভবান হচ্ছি।”

শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, এছর আমাদের শাহজাদপুর উপজেলায় প্রায় ১৬৫০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা পূর্বের তুলনায় প্রায় ৫০০ হেক্টর বেশি।

মৌচাষ নিয়ে এই কর্মকর্তা বলেন, সরিষা চাষের সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষীরা প্রতি বছরই এখান আসে। এরি ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমাদের শাহজাদপুরে অসংখ্য মৌচাষী এসেছেন। এখন প্রায় ২০০০ টি মৌমাছির বাক্স স্থাপন করা হয়েছে।

এখন পর্যন্ত ৪ টনের মত মধু সংগ্রহ করা হয়েছে। এবছর আমাদের মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৭ মেট্রিক টন। বর্তমানে আবহাওয়া একটু খারাপ, আশা করছি যদি আবহাওয়া ভালো হয় তাহলে আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। আমাদের মৌচাশী ভাইরা যেন সঠিকভাবে মধু সংগ্রহ করতে পারেন, এজন্য মাঠ পর্যায়ে সকল সহযোগিতার জন্য কাজ করা হচ্ছে।

সরিষার সঙ্গে মৌচাষ যুক্ত হলে উৎপাদন ও আয় দুটোই বাড়ে। মৌমাছির উপস্থিতিতে সরিষার ফলন প্রায় ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ফলে মৌচাষ শুধু মধু উৎপাদনের মাধ্যম নয়, এটি ফসল উৎপাদন বৃদ্ধিরও একটি কার্যকর উপায়।

সরিষার হলুদ ফুল আর মৌমাছির গুঞ্জনে শাহজাদপুরের ফষলের মাঠ এখন শুধু ফসলের নয়, স্বপ্নেরও ক্ষেত। তেলের পাশাপাশি মধুর মিষ্টি সম্ভাবনা কৃষকের মুখে হাসি ফুটাচ্ছে। প্রকৃতির এই দান আর কৃষকের পরিশ্রমে শাহজাদপুরে গড়ে উঠছে কৃষির এক আশাব্যঞ্জক দৃষ্টান্ত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩