বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মহিপুরে দেড়শ শীতার্তের মুখে হাসি ফোটালো ‘মানবিক সমাজ সেবা সংগঠন’ হরিরামপুরে ২০ হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ : ডেবোনেয়ার গ্রুপের আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান : ৩ হাজার টাকা জরিমানা কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ বাগআঁচড়ায় ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা দোয়ারাবাজারে জামায়াতের ছাত্র সমাবেশে আবু সাইদ ও হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আহ্বান অসহায় বিধবা মহিলাকে খাদ্য, শীতবস্ত্র ও স্থায়ী ঘরের আশ্বাস দিলেন ইউএনও আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন সরিষার সোনালী ফুলে মধু’র স্বপ্ন বুনছে কৃষক কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার মোবাইল, ওয়ালেট হারানো ও অনলাইন প্রতারণা ঠেকাতে বাংলাদেশি দুই শিক্ষার্থীদের উদ্ভাবন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ ‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল

‎কুবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি আবির সেক্রেটারি সাইফুল

সানজানা তালুকদার, ‎কুবি প্রতিনিধি:

‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম।

‎‎সোমবার (০৫ জানুয়ারি) কুবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মোজাম্মেল হোসেন আবির বিষয়টি নিশ্চিত করেন।

‎‎জানা যায়, নতুন কমিটির সভাপতি ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম। উক্ত কমিটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের (বার্ষিক) সেটআপ।

‎‎সদ্য মনোনীত সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। বছরের শুরুতেই আমাদের সাংগঠনিক সেটআপ পরিবর্তন হয়ে থাকে। ২০২৬ সালের শুরুতে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা অনেক বড় আমানত৷ এই আমানত যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সবার কাছে দোয়া প্রত্যাশী। ইসলামী ছাত্র শিবির সবসময়ই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিল, সামনেও এই ধারা বজায় থাকবে ইনশাআল্লাহ।’

‎‎‎সদ্য নির্বাচিত সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ‘ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। প্রতি সেশনে সদস্যরা তাদের ভোটের মাধ্যমে দায়িত্বশীল নির্বাচন করে থাকেন। তারই ধারাবাহিকতায় এই সেশনের সেট আপ সম্পন্ন হয়েছে। দায়িত্বের এই আমানত যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়া প্রত্যাশী। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই দায়িত্ব নিষ্ঠা ও ধৈর্যের সাথে সুন্দরভাবে পালন করতে পারি। ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, ক্যারিয়ারমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় সক্রিয়ভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।’

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে তিনি বলেন, ‘সকলের পরামর্শের ভিত্তিতে শীঘ্রই দেওয়া হবে।’

‎‎প্রসঙ্গত, ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার এর আগের কমিটির সভাপতি ছিলেন হাফেজ মাজহারুল ইসলাম এবং সেক্রেটারি ছিলেন মোজাম্মেল হোসেন আবির।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩