বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মহিপুরে দেড়শ শীতার্তের মুখে হাসি ফোটালো ‘মানবিক সমাজ সেবা সংগঠন’ হরিরামপুরে ২০ হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ : ডেবোনেয়ার গ্রুপের আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান : ৩ হাজার টাকা জরিমানা কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ বাগআঁচড়ায় ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা দোয়ারাবাজারে জামায়াতের ছাত্র সমাবেশে আবু সাইদ ও হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আহ্বান অসহায় বিধবা মহিলাকে খাদ্য, শীতবস্ত্র ও স্থায়ী ঘরের আশ্বাস দিলেন ইউএনও আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন সরিষার সোনালী ফুলে মধু’র স্বপ্ন বুনছে কৃষক কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার মোবাইল, ওয়ালেট হারানো ও অনলাইন প্রতারণা ঠেকাতে বাংলাদেশি দুই শিক্ষার্থীদের উদ্ভাবন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ ‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল

বেনাপোলে খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে “আমাদের প্রেসক্লাব বেনাপোল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রেসক্লাব বেনাপোলের সভাপতি জি এম আশরাফ (দৈনিক যায়যায়দিন) , আমাদের প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতিন, সহ-সাধারণ সম্পাদক শফিকুর রহমান উজ্জ্বল, জহিরুল ইসলাম রিপন ও জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হক, দৈনিক প্রতিদিনের কথা বেনাপোল প্রতিনিধি আনিসুর রহমান,এনটিভি নিউজের শার্শা প্রতিনিধি হিরন আহম্মেদ, দৈনিক পূর্ব দিগন্ত, মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি যশোর,ভোরের দর্পণ-এর শার্শা প্রতিনিধি নাজমুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর বেনাপোল প্রতিনিধি রাজু আহমেদ, বারোপোতা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাংবাদিক হানজালা সহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠানে আমাদের প্রেসক্লাব বেনাপোলের সভাপতি জি এম আশরাফ (দৈনিক যায়যায়দিন) তার বক্তব্যে বলেন, আজকের এই দোয়া মাহফিল আমাদের শোক, শ্রদ্ধা ও মানবিক দায়বদ্ধতার প্রকাশ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এরপর সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হক তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি সাহসী ও প্রভাবশালী নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

দৈনিক প্রতিদিনের কথা বেনাপোল প্রতিনিধি আনিসুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন এ দেশের কোটি মানুষের আশা ও ভরসার প্রতীক। তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এমন একজন নেত্রীর প্রয়াণে দেশ একজন অভিভাবককে হারাল। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩