বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান : ৩ হাজার টাকা জরিমানা কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ বাগআঁচড়ায় ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা দোয়ারাবাজারে জামায়াতের ছাত্র সমাবেশে আবু সাইদ ও হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আহ্বান অসহায় বিধবা মহিলাকে খাদ্য, শীতবস্ত্র ও স্থায়ী ঘরের আশ্বাস দিলেন ইউএনও আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন সরিষার সোনালী ফুলে মধু’র স্বপ্ন বুনছে কৃষক কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার মোবাইল, ওয়ালেট হারানো ও অনলাইন প্রতারণা ঠেকাতে বাংলাদেশি দুই শিক্ষার্থীদের উদ্ভাবন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ ‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল পুরো ঢাকার শহর খালেদা জিয়ার জানাজায় পরিনত হয়েছিলো : এবিএম মোশাররফ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাচোলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে নির্বাচনকালীন সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার। তিনি তার বক্তব্যে বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়—সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম বা আইনভঙ্গের সুযোগ কাউকে দেওয়া হবে না।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া। নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী।
ইউএনও জানান, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং দ্রুত প্রতিক্রিয়া দল প্রস্তুত রাখা হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, উপজেলা সমবায় কর্মকর্তা মান্নান হোসেন আকন্দ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক। তারা নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ডিজিটাল নজরদারি ব্যবস্থা জোরদার করার বিষয়ে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে ভোটগ্রহণের প্রতিটি ধাপ স্বচ্ছ ও নজরদারির আওতায় থাকে। এতে করে অনিয়ম, সহিংসতা ও অভিযোগের আশঙ্কা কমবে বলে মত প্রকাশ করেন বক্তারা।

এছাড়া নির্বাচন চলাকালীন সময়ে গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো বন্ধে সতর্ক নজরদারি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণভাবে ফলাফল ঘোষণা পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় নাচোলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবেএটাই আমাদের প্রত্যাশা।

সভায় উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন যে, নাচোল উপজেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩