বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন করা হয়েছে। সম্প্রতি শৈলকুপা বাজারে অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মোহাম্মদ নিকবর আলী সভাপতি, মোহাম্মদ বাদশা আলম ও মোহাম্মদ আনোয়ার হোসেন সহ-সভাপতি, মুন্সি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মোঃ সোহাগ হোসেন ও বিপ্লব কুমার যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মুক্তার হোসেন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোহাম্মদ বাকি বিল্লাহ, মোহাম্মদ আব্দুল জাব্বার, মোহাম্মদ ইমরুল হাসান, মোহাম্মদ আমিরুল ইসলাম, বিএম কবির হোসেন ও শ্রী ষষ্ঠী কুমার।
নবনির্বাচিত নেতৃবৃন্দ শৈলকুপা বাজারের সার্বিক উন্নয়ন, দোকান মালিকদের অধিকার সংরক্ষণ, নৈশ প্রহরী নিয়োগ, বাজারের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যবসায়ীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩