সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধি:
নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী
মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন।
নির্ধারিত সময় অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অধ্যাপক ইউনুস আলী মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে অধ্যাপক মোঃ ইউনুস আলী বলেন, ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের প্রত্যয়ে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩