রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
কমলনগর উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম. সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, দেশে বিভিন্ন সময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার শপথ নেওয়া হয়।
প্রতিবাদ সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, কমলনগর উপজেলা কমিটি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩