রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
মোঃ আরিফুল ইসলাম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাউজান থানার বিভিন্ন স্থানে সাম্প্রতিক কয়েকটি অগ্নিসংযোগের ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্যে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এর ধারাবাহিকতায় রাউজান থানা পুলিশ গত ২৬/১২/২০২৫ গভীর রাতে গহিরা এলাকায় কাপড় ভর্তি ভ্যানে অগ্নিসংযোগ করার সময় মোঃ মোরশেদুল আলম মোরশেদ (৫৫) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে ১টি কেরোসিন তেলের বোতল উদ্ধার করা হয়। এছাড়া তার বসতঘর তল্লাশি করে ৩টি পুরাতন ব্যানার জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায় গ্রেফতারকৃত আসামী ও অজ্ঞাতনামা অন্যান্যরা সাম্প্রতিক সময়ে রাউজান এলাকায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ঘটায়। গ্রেফতারকৃত আসামী পুলিশকে এ সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করছে।
বাদীর এজাহারের প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাউজান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপার সর্বসাধারণকে এ সংক্রান্তে তথ্য প্রদান করার জন্য অনুরোধ করেছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩