রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে মাকে বেঁধে রেখে তার এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল বাসার লিমনের (২৪) বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে।
এলাকাবাসী জানান ৪ নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের সূয়াজি বাড়ির মৃত সেলিম হোসেনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল বাসার লিমন ও তার সন্ত্রাসী বাহিনী একই গ্রামের বন্দে আলী মিজি বাড়ির শাহজাহানের ঘরে চুরি করতে ঢুকে তার স্ত্রীর হাত,পা,ও মুখ কাপড় দিয়ে বেঁধে স্বামী পরিতোক্তা তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষন করেছে।
এব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গতকাল শুক্রবার, মেয়ের বাবা মোহাম্মদ শাজাহান বাদী হয়ে রামগঞ্জ থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ভিকটিমের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। আসামি পলাতক রয়েছে।
মামলার আই ও এসআই আলমগীর জানান,আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি, আসামি ধরার জন্য জোর তৎপরতা চালাচ্ছি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩