শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের সদর উপজেলার খরুলিয়া এলাকায় আজ ২:৩০ মিনিট সমশ সিএনজি ও একটি বলকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সিএনজি চালক সোহেল উদ্দিন, মাছুয়াখালীর আবদু শুক্করের পুত্র।
নিহত সিএনজি চালকের বাড়ি পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী এলাকায়।
আজ বিকেলে খরুলিয়া দরগাপাড়া এলাকার সিএনজি ফিলিং স্টেশনের সামনে সিএনজি অটোরিকশা ও একটি দ্রুতগতির বলকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার আগেই তিনি ঘটনাস্থলে মারা যান।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি নেয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩