বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নাটোর–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র উত্তোলন পটুয়াখালী-২ আসনে মনোনয়ন ফরম কিনলেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আইউব বিন মুছা ৫ মাসে কোরআন হিফজ: আলোচনায় ঈদগাঁওয়ের মুনতাহা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেঠোপথের কমিটি ঘোষণা নিকলীতে প্রশাসনের অভিযানে দখলমুক্ত হলো ১৫০ একর খাস জমি নীলফামারী-১ আসনে বিএনপির তুহিনকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুকসুদপুরে এসজে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ শেরপুরের শ্রীবরদীতে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ নাসিরনগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আছমত আলী সাধারণ সম্পাদক মোজাম্মল হক সবুজ শেরপুরে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নের চিঠি পেলেন আনিসুল হক মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নিখোঁজ ছোটভাইকে খুঁজে বেড়াচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাচোলে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত তারেক রহমানের প্রত্যাবর্তন: নতুন রাজনীতির সূচনা ডিমলায় পাউবোর ছোটখাতা ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নের জটিলতা শর্তসাপেক্ষে অবসান তারেক রহমানের নিরাপদ ও সসম্মান প্রত্যাবর্তন কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পটুয়াখালী-২ (বাউফল) আসনে প্রথম মনোনয়ন ফরম কিনলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল শিবচরে মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ঐক্যের আহ্বান

মুকসুদপুরে এসজে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

মোরশেদুর রহমান নূর, মুকসুদপুর প্রতিনিধি:

সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দিন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণের মঞ্চে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে পারলেই একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন এবং সুশিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুকদেব পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, শিক্ষা মানুষের মননশীলতা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত জীবন গড়তে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞানভিত্তিক ও কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। শিক্ষিত প্রজন্মই দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের মূল শক্তি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, সুস্বাস্থ্যের সঙ্গে শিক্ষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নবান হতে হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ। আত্মকর্মসংস্থান ও নেতৃত্বের গুণাবলি অর্জনে শিক্ষাজীবন থেকেই প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নইম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।

মো: ছিরু মিয়া তার বক্তব্যে বলেন,শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। আজ যারা পুরস্কৃত হলো, তারা শুধু পরিবারের নয়—পুরো সমাজ ও দেশের গর্ব। নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে।” তিনি এ ধরনের শিক্ষাবান্ধব আয়োজন অব্যাহত রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আরেফিন মুক্তাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩