সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার নকলা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি ইটভাটাকে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অদ্য ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সার্বিক পরিচালনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শুভাগত সরকার বর্ণ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া অভিযানে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং নকলা থানার পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতে নকলা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিটি ইটভাটাকে জরিমানা আদায়, কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলোঃ মেসার্স জননী জিগজ্যাগ ব্রিকস, ধনাকুশা, নকলা (শেরপুর), জরিমানা: ৩,৫০,০০০ টাকা। মেসার্স সুমন জিগজ্যাগ ব্রিকস, শিববাড়ী, নকলা, (শেরপুর), জরিমানা: ৩,০০,০০০ টাকা। মেসার্স সরকার ব্রিকস, তেঘরি, বাশাটি, নকলা (শেরপুর), জরিমানা: ৩,০০,০০০ টাকা। মেসার্স সেভেন স্টার ব্রিকস, ছাতুগাঁও, গৌরদ্বার, নকলা (শেরপুর), জরিমানা: ৩,৫০,০০০ টাকা। মেসার্স চমক ব্রিকস, রুনীগাঁও, গৌরদ্বার, নকলা (শেরপুর), জরিমানা: ৩,৫০,০০০ টাকা। মেসার্স রিজন ব্রিকস, পাইস্কা, নকলা (শেরপুর), জরিমানা: ২,৫০,০০০ টাকা। মেসার্স এফ আর জিগজ্যাগ ব্রিকস, কুর্শা বাদাগৈড়, নকলা (শেরপুর), জরিমানা: ৩,৫০,০০০ টাকা।
ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩