সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ সদস্য আটক শেরপুরে ৭টি ইটভাটায় অভিযান, ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রামে কৃষিজমির টপ সয়েল রক্ষায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়, এক্সাভেটর ও ড্রাম ট্রাক জব্দ আজ ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা সম্পন্ন ওসমান হাদী হত্যার প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চৌদ্দগ্রামে বাস চাপায় বৃদ্ধ নিহত মোংলায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে ভেনাস ভিক্টোরিয়ানসের শিরোপা জয় বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু লালমনিরহাটে শহীদ ওসমান হাদির স্মরণে আলোচনা, দোয়া ও বিক্ষোভ সমাবেশ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালি জব্দ নাসিরনগরে এডঃ কামরুজ্জামান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে এক রাতে দুই পরিবারের ১০ গরু চুরি আজ বছরের দীর্ঘতম রাত: প্রকৃতির নীরব বার্তা আর শীতের গভীরতা

শেরপুরে ৭টি ইটভাটায় অভিযান, ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার নকলা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি ইটভাটাকে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অদ্য ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সার্বিক পরিচালনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শুভাগত সরকার বর্ণ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযানে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং নকলা থানার পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতে নকলা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিটি ইটভাটাকে জরিমানা আদায়, কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলোঃ মেসার্স জননী জিগজ্যাগ ব্রিকস, ধনাকুশা, নকলা (শেরপুর), জরিমানা: ৩,৫০,০০০ টাকা। মেসার্স সুমন জিগজ্যাগ ব্রিকস, শিববাড়ী, নকলা, (শেরপুর), জরিমানা: ৩,০০,০০০ টাকা। মেসার্স সরকার ব্রিকস, তেঘরি, বাশাটি, নকলা (শেরপুর), জরিমানা: ৩,০০,০০০ টাকা। মেসার্স সেভেন স্টার ব্রিকস, ছাতুগাঁও, গৌরদ্বার, নকলা (শেরপুর), জরিমানা: ৩,৫০,০০০ টাকা। মেসার্স চমক ব্রিকস, রুনীগাঁও, গৌরদ্বার, নকলা (শেরপুর), জরিমানা: ৩,৫০,০০০ টাকা। মেসার্স রিজন ব্রিকস, পাইস্কা, নকলা (শেরপুর), জরিমানা: ২,৫০,০০০ টাকা। মেসার্স এফ আর জিগজ্যাগ ব্রিকস, কুর্শা বাদাগৈড়, নকলা (শেরপুর), জরিমানা: ৩,৫০,০০০ টাকা।

ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩