রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে বাস চাপায় বৃদ্ধ নিহত মোংলায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে ভেনাস ভিক্টোরিয়ানসের শিরোপা জয় বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু লালমনিরহাটে শহীদ ওসমান হাদির স্মরণে আলোচনা, দোয়া ও বিক্ষোভ সমাবেশ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালি জব্দ নাসিরনগরে এডঃ কামরুজ্জামান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে এক রাতে দুই পরিবারের ১০ গরু চুরি আজ বছরের দীর্ঘতম রাত: প্রকৃতির নীরব বার্তা আর শীতের গভীরতা মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের আরও ১০ নেতার পদত্যাগ ‎আইসিপিসি প্রোগ্রামিং প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কুবি ঈদগাঁওয়ে পুলিশ-ডাকাতের গোলাগুলি, ৩ যুবক উদ্ধার লিডিং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস-২০২৫ এ অসামান্য সফলতা অর্জন করে কুবি ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ৩ জন আটক শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক ও কসমেটিকস জব্দ দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে গরুসহ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান

‎আইসিপিসি প্রোগ্রামিং প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কুবি

‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) -তে অনুষ্ঠিত আইসিপিসি ঢাকা আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় সারা বাংলাদেশে ষষ্ঠ এবং চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দল ‘কুবি রিইগনাইট ‘।

‎শনিবার (২০ ডিসেম্বর) সারাদিনব্যাপী অনুষ্ঠিত এই জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে মোট ৩১৩টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মোট ১০টি প্রবলেম দেওয়া হয়, যার মধ্যে কুবির দল ৫টি প্রবলেম সফলভাবে সলভ করে। এছাড়া দলটি প্রবলেম ‘এইচ’–এর ফাস্টেস্ট সলভার হিসেবে স্বীকৃতি অর্জন করে।

‎‎তিন সদস্যের এই দলটির নেতৃত্ব দেন সিএসই বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান খান। দলের অন্য দুই সদস্য হলেন একই বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের নজিম সাইফুল্লাহ এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের মো. আবদুল্লাহ।

‎দলীয় নেতা ও সিএসই বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান খান বলেন ‘নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমাদের প্রত্যাশার চেয়েও আল্লাহ ভালো ফল দিয়েছেন। কিছু অন-সাইট ভালো হয়েছিল, সেটার একটা পুশ-ব্যাক হয়তো পেয়েছি। পুরো কনটেস্ট জুড়েই আমরা ফ্লোটা ধরে রাখতে পেরেছি। আমার দুই টিমমেট আবদুল্লাহ আর নাজিমও তারা দুজনই অসাধারণ। ইনশা আল্লাহ তারা আরো এগিয়ে যাবে।’

‎দলের সদস্য নাজিম সাইফুল্লাহ বলেন, এই সাফল্যটা আমি আমার বাবা-মাকে উৎসর্গ করতে চাই। তাদের দোয়ার জন্যই এতদূর আসা। আমরা এই বছরেও নতুন টিমমেটদের সাথে শুরু করেছিলাম। আমাদের প্রথম দুইটা কনটেস্টে আশানুরূপ ফলাফল অর্জন করতে পারিনি। তবে গত কয়েক মাসে আমরা বেশ কয়েকটা কনটেস্টে ভালো করতে সক্ষম হই। আইআইইউসি আইইউপিসিতে প্রথম স্থান অর্জন করি এবং কুয়েট আইইউপিসিতে আমরা দশম স্থান অর্জন করি। আজকে আইসিপিসি ঢাকা রিজিওনাল ২০২৫ আমরা ষষ্ঠ স্থান অর্জন করেছি। এটা আমাদের টিমের এখন পর্যন্ত সবচেয়ে ভালো ফলাফল। আশা করি আগামীতে আমরা আরো ভালো করতে পারবো।’

‎দলের সদস্য মো: আব্দুল্লাহ বলেন, ‘আমরা এই বছরেও নতুন টিমমেটদের সাথে শুরু করেছিলাম। আমাদের প্রথম দুইটা কনটেস্টে আশানুরূপ ফলাফল অর্জন করতে পারিনি। তবে গত কয়েক মাসে আমরা বেশ কয়েকটা কনটেস্টে ভালো করতে সক্ষম হই। আইআইইউসি আইইউপিসিতে প্রথম স্থান অর্জন করি এবং কুয়েট আইইউপিসিতে আমরা দশম স্থান অর্জন করি। আজকে আইসিপিসি ঢাকা রিজিওনাল ২০২৫ আমরা ষষ্ঠ স্থান অর্জন করেছি। এটা আমাদের টিমের এখন পর্যন্ত সবচেয়ে ভালো ফলাফল। আশা করি আগামীতে আমরা আরো ভালো করতে পারবো।’

‎সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, ‘আমাদের টিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইসিপিসি প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণ করে পুরো বাংলাদেশের ভেতরে গৌরবজনকভাবে ষষ্ঠ স্থান অর্জন করেছে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই সাফল্য শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, গভীর সমস্যা সমাধানের দক্ষতা এবং দলগত সমন্বয়ের প্রতিফলন। আমি টিমের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করবেএই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের ডিপার্টমেন্ট ও সিএসই সোসাইটির পক্ষ থেকে তাদের জন্য রইল শুভকামনা।’

‎‎সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদুল হাসান বলেন, ‘ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ সবসময় প্রোগ্রামিংকে গুরুত্ব দিয়ে আসছে। আমাদের বিভাগের দলগুলো ধারাবাহিকভাবে প্রোগ্রামিং প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করছে। গত বছর আমরা চতুর্থ স্থান অর্জন করেছিলাম, যা তখন পর্যন্ত আমাদের সর্বোচ্চ সাফল্য ছিল। এবার আমাদের দল ষষ্ঠ স্থান অর্জন করেছে, যা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও সিএসই বিভাগের জন্য গর্বের বিষয়। আমরা আশাবাদী, শিক্ষার্থীরা এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং ভবিষ্যতে আরও ভালো করে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য অর্জন করবে।’

‎উল্লেখ্য, কুবির সিএসই বিভাগের দল টানা দ্বিতীয়বারের মতো প্রথম দশে অবস্থান ধরে রেখেছে। এর আগে গত বছর আইসিপিসি প্রতিযোগিতায় তারা চতুর্থ স্থান অর্জন করেছিল। পাশাপাশি দলটি টানা চারবার চট্টগ্রাম ডিভিশনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩