শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
লতা হিজড়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগের প্রতিবাদে মহিপুরে সংবাদ সম্মেলন বাগেরহাট-৩ আসনে বিএনপির ধানের শীষ পেলেন ড. শেখ ফরিদুল ইসলাম দেশ ও জাতির কল্যাণ কামনায় চৌদ্দগ্রামে জৈনপুরের পীরের দোয়া চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসায় বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি মহিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ছেতারা বেগমের পরিবার মাদারীপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা সম্মেলন অনুষ্ঠিত ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুবদল নেতার খোলা চিঠি সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ কুবিতে ওসমান হাদির মৃত্যু সংবাদে বিক্ষোভ: চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা

বাগেরহাট-৩ আসনে বিএনপির ধানের শীষ পেলেন ড. শেখ ফরিদুল ইসলাম

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পর ড. শেখ ফরিদুল ইসলাম তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. শেখ ফরিদুল ইসলামের মনোনয়ন পাওয়ার খবর মোংলা ও রামপাল এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

মোংলা উপজেলা ও রামপাল উপজেলার বিএনপি নেতারা জানান, ড. ফরিদ দীর্ঘ ১৮ বছর ধরে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। রাজপথের এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করায় তারা দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি একটি বড় দল, এখানে মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। তবে দলের চূড়ান্ত সিদ্ধান্তের পর আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমি মোংলা-রামপালের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।

উল্লেখ্য, বাগেরহাট-৩ আসনটি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের দখলে থাকলেও এবারের নির্বাচনে বিএনপি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ড. শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির মাধ্যমে উঠে আসা এই নেতা এলাকায় একজন দানবীর ও সমাজসেবক হিসেবেও পরিচিত।

বিএনপির জেলা পর্যায়ের নেতারা মনে করছেন, ড. ফরিদের পরিচ্ছন্ন ইমেজ এবং তৃণমূলের সাথে নিবিড় যোগাযোগ এই আসনে বিএনপির দীর্ঘদিনের জয় খরা কাটাতে সহায়ক হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩