শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পর ড. শেখ ফরিদুল ইসলাম তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. শেখ ফরিদুল ইসলামের মনোনয়ন পাওয়ার খবর মোংলা ও রামপাল এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
মোংলা উপজেলা ও রামপাল উপজেলার বিএনপি নেতারা জানান, ড. ফরিদ দীর্ঘ ১৮ বছর ধরে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। রাজপথের এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করায় তারা দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি একটি বড় দল, এখানে মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। তবে দলের চূড়ান্ত সিদ্ধান্তের পর আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমি মোংলা-রামপালের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।
উল্লেখ্য, বাগেরহাট-৩ আসনটি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের দখলে থাকলেও এবারের নির্বাচনে বিএনপি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ড. শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির মাধ্যমে উঠে আসা এই নেতা এলাকায় একজন দানবীর ও সমাজসেবক হিসেবেও পরিচিত।
বিএনপির জেলা পর্যায়ের নেতারা মনে করছেন, ড. ফরিদের পরিচ্ছন্ন ইমেজ এবং তৃণমূলের সাথে নিবিড় যোগাযোগ এই আসনে বিএনপির দীর্ঘদিনের জয় খরা কাটাতে সহায়ক হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩