শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুবদল নেতার খোলা চিঠি সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ কুবিতে ওসমান হাদির মৃত্যু সংবাদে বিক্ষোভ: চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল জৈন্তাপুরে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে ভোররাতে মোবাইল কোর্টের অভিযান শৈলকুপায় মেধা ও মনন মঞ্চের গণিত উৎসবে মেধার মিলনমেলা ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিখোঁজের দুই মাস পর জঙ্গলে মিলল কিশোরের কঙ্কাল ওসমান হাদীর মৃত্যুতে উত্তাল বান্দরবান, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ মোংলায় এনসিপির প্রতিবাদ ও মশাল মিছিল ক্যাডেট এম্বাসেডর হিসেবে বিদেশ সফরের সুযোগ পেলেন কুবি বিএনসিসির আবু বকর সিদ্দিক চৌদ্দগ্রামে ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ 

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দমদমা সীমান্তের ১২৫৫/৫৬ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে লাকড়ি সংগ্রহ করতে যান ওই দুই তরুণ। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহত আশিকুরের মরদেহ তার স্বজনরা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হন।

অন্যদিকে, মোশাঈদের মরদেহটি ভারতের অভ্যন্তরে ‘রাদনে’ এলাকায় পড়ে থাকায় তা বিএসএফের টোকা ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়। বিএসএফের পক্ষ থেকে মোবাইল ফোনে বিজিবিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর আমরা পেয়েছি। একজনের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে। অন্যজনের মরদেহটি ফেরত আনার প্রক্রিয়া নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সীমান্তে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩