কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দমদমা সীমান্তের ১২৫৫/৫৬ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে লাকড়ি সংগ্রহ করতে যান ওই দুই তরুণ। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহত আশিকুরের মরদেহ তার স্বজনরা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হন।
অন্যদিকে, মোশাঈদের মরদেহটি ভারতের অভ্যন্তরে ‘রাদনে’ এলাকায় পড়ে থাকায় তা বিএসএফের টোকা ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়। বিএসএফের পক্ষ থেকে মোবাইল ফোনে বিজিবিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর আমরা পেয়েছি। একজনের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে। অন্যজনের মরদেহটি ফেরত আনার প্রক্রিয়া নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সীমান্তে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।