শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মো সাহিন মিয়া(২০) ও মমতাজ বেগম (৭৫)নামের নারী-পুরুষ নিহত হয়েছেন। নিহত সাহিন রংপুরে জেলার গংগাছড়া থানার তালপট্টি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আর নিহত হাজেরা বেগম বাতিসা ইউনিয়ন ডলবা গ্রামের ধন মিয়ার স্ত্রী।
প্রথম ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পৌরসভা চাটি তলা রাস্তার মাথায়, অপর ঘটনাটি ঘটেছে বাতিসা ইউনিয়ন আটগ্রাম শরিফপুর সড়কের ডলবা এলাকায়। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তোফায়েল জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটায় চৌদ্দগ্রাম বাজারের ইব্রাহিমের মুদি দোকানের কর্মচারীর শাহীন অটোরিকশা যোগে চৌদ্দগ্রাম বাজার যাচ্ছিলেন পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চাটিতলার রাস্তার মাথায় পিছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক অটো রিক্সাকে ধাক্কা দিলে শাহীন-সড়কে ছিটকে পড়লে একই গাড়ি তাকে পিষে চলে যায়। ঘটনাস্থলে শাহিনের মৃত্যু হয়।
অপরদিকে শুক্রবার সকাল সাড়ে নয়টা সময় আটগ্রাম শরিফপুর আঞ্চলিক সড়কে ডলবা গ্রামের রাস্তার মাথায় মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ বেগম নামের এক বৃদ্ধা নারী আহত হয়। মোটরসাইকেল চালক স্থানীয়দের সহায়তা আহত নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান মোবারক হোসেন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক যুবক ও এক বৃদ্ধাকে মৃত অবস্থায় স্থানীয় লোকজন নিয়ে আসে। আমরা তাদেরকে মৃত ঘোষণা করে লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। মহাসড়কে স্বাভাবিক রয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩