সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ
“আমরা তোমাদের ভুলবো না” মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৪ ডিসেম্বর এক শোকাবহ ও গৌরবোজ্জ্বল দিন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অদ্য ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ উপলক্ষে বান্দরবান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বান্দরবান জেলার পুলিশ সুপার মহোদয়সহ জেলার সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩