রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামে মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও ব্যাপক উৎসবমুখর উল্লাস।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল—ভবানীপুর ফুটবল একাদশ ও মির্জাপুর ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে দুই দলই সমানতালে লড়াই করে ম্যাচটি জমে ওঠে চরম উত্তেজনায়। নির্ধারিত সময় শেষে কোনো দলই এগিয়ে যেতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে।
ট্রাইব্রেকারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভবানীপুর ফুটবল একাদশ ৫–৪ গোলে মির্জাপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ভবানীপুর ফুটবল একাদশকে ফ্রিজ এবং রানার্সআপ মির্জাপুর ফুটবল একাদশকে টেলিভিশন প্রদান করা হয়। আয়োজকদের চমৎকার ব্যবস্থাপনা ও খেলোয়াড়দের নৈপুণ্যে মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩