শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিবচরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাটে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট -২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত উসমান হাদীর ওপর গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ওসমান হাদীর সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল ২৫ বছর পূর্তিতে চবির পরিবেশ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল কুবিতে শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান মুরাদনগরে অবৈধ মাটি কাটা ও অনুমতিহীন নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযান বান্দরবান-৩০০ নং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন মাঠে নামছেন কে এস মং পবিপ্রবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ জয়মনিতে এক রাতে ৪টি দোকান চুরি আপনার প্রত্যাশাই আমার ইশতেহার: নূরুল ইসলাম ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশ: আমাদের অর্জন কোথায়? জাবিতে ছাত্রশক্তির নবীনবরণে দাওয়াত পায়নি জাকসু শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

২৫ বছর পূর্তিতে চবির পরিবেশ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশ বিজ্ঞান গ্র্যাজুয়েট প্রোগ্রামের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের একাডেমিক ভবনের প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়৷

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং মাস্টারদা সূর্য সেন হলের প্রভোস্ট প্রফেসর ড. এস. এম. শামসুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ অফিসের প্রধান ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুসান ভিজে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ড.শ্যামল কর্মকার। এছাড়া পরিবেশ বিজ্ঞান বিষয়ের যাত্রা এবং পরিবেশ বিজ্ঞানের কর্মক্ষেত্র নিয়ে বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞানের প্রথম ব্যাচের গ্রাজুয়েট এবং পরিবেশ বিজ্ঞানের শিক্ষক ড.এম এম আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য জানান, ইনস্টিটিউটটি ইতোমধ্যে ছয়টি বৃহৎ প্রকল্প অর্জন করেছে, যা ভবিষ্যতে যৌথ ও সমন্বিত গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করবে।

এ ছাড়া পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানসম্মত গবেষণা প্রকাশিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বক্তব্যের শেষে তিনি অ্যালামনাইদের ইনস্টিটিউটের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে গবেষণা ও একাডেমিক কর্মকাণ্ডে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

রজতজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবেশ বিজ্ঞানের ২০০৫–০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ কেফায়েত জুয়েল বলেন, ২০০১ সালে যাত্রা শুরু করা ডিসিপ্লিনটি দক্ষ গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে ২৫ বছরে গৌরবময় পথচলা সম্পন্ন করেছে। এ ডিসিপ্লিনের গ্র্যাজুয়েটরা দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে অবদান রেখে চলেছেন। তিনি আরও বলেন, এ আয়োজন শুধু পুনর্মিলনী নয়; বরং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং পরিবেশ সংরক্ষণে ভবিষ্যৎ করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে বিভিন্ন দেশী বিদেশী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন। বক্তারা পরিবেশ বিজ্ঞান শিক্ষার গুরুত্ব, টেকসই উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনায় একাডেমিয়া ও শিল্পখাতের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, পরিবেশ বিজ্ঞান গ্র‍যাজুয়েটদের এই আয়োজন বিগত ২৫ বছরের অর্জন স্মরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হবে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল নিবন্ধন ও স্মারক বিতরণ, পরিবেশভিত্তিক আর্ট কম্পিটিশন ও প্রদর্শনী, অ্যালামনাই ও শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, বৈজ্ঞানিক পোস্টার উপস্থাপনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩