বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
মোঃ হাসান হাওলাদার, কমলনগর রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-৪ আসনের তারা মার্কার প্রার্থী তানিয়া রব বলেছেন, ‘সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুশয্যায়। কেউ জানে না উনি কখন সুস্থ হয়ে উঠবেন। উনার সুস্থ হয়ে উঠার উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে। এটা আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে। সমাবেশ থেকে আল্লাহর কাছে দোয়া করব, উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং দেশটি যেন স্থিতিশীল জায়গায় থাকে।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট হামিদিয়া ফাযিল মাদ্রাসা মাঠে জেএসডি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
তানিয়া রব বলেন, ‘একটি অভ্যুত্থান হয়েছে, আমরা যদি হানাহানি করি, তাহলে অভ্যুত্থানের বিপরীতে যে অভ্যুত্থান হবে, সেটা জনগণের পক্ষে থাকবে না। এগুলো মাথায় রাখতে হবে।’
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র সংসদ সদস্য নির্বাচনের জন্য নয়। এই নির্বাচন বাংলাদেশকে পুনর্গঠনের নির্বাচন। নতুন করে শিক্ষার্থী-জনতা আন্দোলন করে যে বাংলাদেশকে উদ্ধার করেছে সেটাকে আমরা পুনর্গঠন করতে চাই। সেই পুনর্গঠনের প্রথম ধাপ হলো একটি সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি।’
কমলনগর উপজেলা জেএসডির সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সিরাজ মিয়া, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, জেলা জেএসডির সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ বাবুল প্রমুখ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩