বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার সুস্থ হয়ে উঠার ওপরে দেশের অনেক কিছু নির্ভর করে- তানিয়া রব ডিমলায় প্রাথমিক প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিবচরে প্রথম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ: ফাঁসির দাবিতে বিক্ষোভ ডিমলায় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে মানববন্ধন নবীনগরের সাবেক এমপি এবাদুল করিম বুলবুল আর নেই নীলফামারী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে ঘিরে আশা–উদ্দীপনা মহান বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার চারঘাটে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক ২ আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরে বিএনপির দোয়া মাহফিল ও নির্বাচনী কমিটি গঠন স্টেশন ঘিরে চবি শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার গল্প কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন চবিতে ছাত্রদল নেতা আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ

ডিমলায় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে মানববন্ধন

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে জমি জবর দখল, ভয়ভীতি, হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তিস্তাপাড়ের ভুক্তভোগী টাবুর চড় বাসী।

গত বুধবার (১০ ডিসেম্বর) আয়োজিত এই মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মুসা ভান্ডারী, সাইফুদ্দিন, চান মিয়া, খোরশেদ আলী, জরিনা বেগম, রমিচা বেগমসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে মোতালেব হোসেন ওরফে পাঞ্চু মল্লিক নামে এক প্রভাবশালী ব্যক্তি এবং তার অনুগত একটি চক্র দীর্ঘদিন ধরে চরের ব্যক্তিমালিকানাধীন জমি জবরদখল করে আসছে।

দলিল জালিয়াতি, হুমকি-ধামকি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ মানুষকে জিম্মি করে রাখা হচ্ছে বলেও অভিযোগ তুলেন তারা।

বক্তারা আরও জানান, প্রভাবশালী হওয়ায় ওই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আবাদি জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখল করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। ভয়ভীতি দেখিয়ে ইতোমধ্যে অনেক পরিবারকে বাস্তুচ্যুত করা হয়েছে বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও এই ভূমিদস্যু চক্রের দৌরাত্ম্য কমেনি। বরং নির্বিঘ্নে তারা নিরীহ কৃষকদের শেষ সম্বল চাষাবাদের জমি ও বসতভিটা দখল কার্যক্রম অব্যাহত রেখেছে।

ভুক্তভোগীদের মধ্যে পূর্ব খড়িবাড়ি গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মইনুদ্দিন (৭৩) অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী মোতালেব হোসেন পাঞ্চু তার পাঁচ একর আবাদি জমি সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছে । একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে কাছের আলী (৬৯) জানান, তার ১২ একর জমি এবং আরফান আলীর ছেলে খোকন প্রামানিক জানান, তার পিতার ১৫ একর জমিও একইভাবে জবরদখল করা হয়েছে।

ভুক্তভোগীরা বলেন, প্রশাসনের কাছে ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা পাওয়া যায়নি। এতে করে দখলবাজরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ভাষায়, দিনের পর দিন হয়রানি, হুমকি ও চাপের মুখে আমরা নিজেদের জমিতেও কাজ করতে পারছি না। আইনের শাসন থাকলে এ ধরনের দুঃসাহস কেউ দেখাতে পারত না।

মানববন্ধনে অংশ নেওয়া গৃহবধূ মালেকা বেগম বলেন, এই জমিই আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। এটা কেড়ে নিলে আমরা পথে বসে যাবো। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ, দখল বাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং চরের জমির সুনির্দিষ্ট মালিকানা নিশ্চিত করার দাবি জানান। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩