মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওষুধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে নাসির নগর সদরের কলেজ মোড় হাসপাতাল মোড় এলাকার বেশ কয়েকটি ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা প্রসাশনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ । অভিযানে সহায়তা করেন নাসিরনগর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা
অভিযানকালে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে যোগেন্দ্র ফামের্সী, মুক্তি ফামের্সী, নুর ফার্মেসী কে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের কারণে প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্টের পরিচালনার সময় নাগরিকদের জানানো হয়, নকল ও ভেজাল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অননুমোদিত ওষুধ মজুদ ও বিক্রি থেকে বিরত থাকার জন্য নিয়মিতভাবে জনস্বার্থে এই অভিযান চালানো হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩