সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ ডিসেম্বর সকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী, কৃষক প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী–পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, মাদক, বাল্যবিবাহ, সারসংকট, পরিবহন, বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সুধীজনদের বক্তব্য শোনেন। এ সময় তিনি সরকারি সেবা প্রাপ্তিতে যেন কেউ হয়রানির শিকার না হন সেদিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও জনবান্ধব হয়ে কাজ করার নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, জনগণের সমস্যার কথা সরাসরি শোনার জন্যই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে শৈলকূপার সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সভা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩