রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল ঘোড়াঘাটে বিদায়ী ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবর ও বিজ্ঞান অনুষদ ভবন সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি সাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই শিক্ষার্থীবান্ধব। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি। আজকের অনুষ্ঠান এই ধারাবাহিকতারই একটা অংশ।

তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তুমি যেমন একাডেমিক ক্যারিয়ার টা ভালো রাখবা, পাশাপাশি সৃজনশীল কিছু করার চেষ্টা করবা। নিজের দক্ষতা উন্নয়নে চেষ্টা করবা। তুমি শুধু পড়াশোনাই করলা,তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পুরো বেনিফিট টা পাবা না। বিশ্ববিদ্যালয় শেখার জায়গা। এখানে অনেক ভালোকিছু করা যায়,অনেক কিছু শিখতে পারবা। আর যেকোনো প্রয়োজনে আমাদের শিবিরের নেতাকর্মীরা তোমাদের পাশে আছেন,যেকোনো বিপদে-আপদে আমাদের পাশে পাবা, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘উগ্রবাদী কার্যক্রমে শিবিরকে দেখছে এমন হয়তো কেউ বলতে পারবে না। বিভিন্ন টকশোতে বাম’রা বলে যে, শিবিরকে এখন যেমন দেখছেন ওরা আসলে এমন না। ওরা ভোট পাওয়ার জন্য ভালো সেজেছে৷ তারা দেখবেন উদাহরণ হিসেবে এমন একটা সময়ের কথা বলবে যেসময় আমাদের কারো জন্ম হয়নি। আবার বর্তমান প্রজন্মের মধ্যে যারা শিবিরের বিরোধিতা করে, তারা ভবিষ্যতে বলবে পরবর্তী প্রজন্মে যে,শিবির এখন ভালো হয়েছে, আগে অনেক খারাপ ছিল।’

নবীন শিক্ষার্থীদের জন্য ব্যাগ, ফুল, বই, প্যাড, কোরআন শরীফ, কলমদানি ও চাবির রিং, খাবার উপহার দেওয়া হয়। জব সেক্টরে কর্মরত শিবিরের সাবেক নেতারা ক্যারিয়ার গাইডলাইনে নিজেদের অভিজ্ঞতার আলোকে নবীনদের দিকনির্দেশনা দেন।

নবীন বরণ পেয়ে পপুলেশন সায়েন্স বিভাগের নবীন শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রিমা বলেন, ‘শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আয়োজন করা এই অনুষ্ঠান ছিল অত্যন্ত সুন্দর এবং সুশৃংখল তাই আমরা সকলে ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বাইরে যাওয়া এবং ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। ভার্সিটির সকল শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে দুটি হাসপাতালে ৪০% চিকিৎসা ডিসকাউন্টের ব্যবস্থা করা হবে এবং শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ করানো হবে বলে আমাদের তারা আশ্বস্ত করেছেন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩