বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মাটি জল রাখি পরিষ্কার-বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান অপপ্রচারের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে ওসি’র প্রেস ব্রিফিং কুবিতে প্রথম বারের মতো ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মনোনয়ন দৌড়ে নতুন বার্তা শিবচরে নাভীলার শক্তিশালী শোডাউন কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ভুরুঙ্গামারীতে এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু নাসির নগরের বিএনপির মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে ছাত্রদলের মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর মহিপুরে যৌথ বাহিনীর অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা ‎মাভাবিপ্রবিতে তারেক রহমানের জন্মদিনে উপলক্ষে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ডিমলায় যাতায়াতের রাস্তা ইটের প্রাচীর তুলে বন্ধ করায়, সংবাদ সম্মেলন জগন্নাথে অষ্টম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরী উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ঝিনাইগাতীর হাতিবান্ধা শাখায় আগুন বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা ৩৬ ঘণ্টার হরতালে বন্ধ যোগাযোগ

মনোনয়ন দৌড়ে নতুন বার্তা শিবচরে নাভীলার শক্তিশালী শোডাউন

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদারীপুর-১ (শিবচর) আসনে ব্যাপক রাজনৈতিক উচ্ছ্বাস দেখা দিয়েছে। সেই উচ্ছ্বাসের ধারাবাহিকতায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও বর্তমান মনোনয়নপ্রত্যাশী নাভীলা চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে শিবচর পৌরসভা, মাদবরেরচর ও পাঁচ্চরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বড় ধরনের র‌যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নিয়ে নাভীলা চৌধুরী তার রাজনৈতিক যাত্রার গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলাম, সামান্য ভোটে হেরে যাই। ২০০১ সালে বিএনপি থেকে নমিনেশন পেলেও তা চলে যায়। পরে খালেদা জিয়া আমাকে আশ্বস্ত করেছিলেন এলাকায় কাজ করলে অবশ্যই মূল্যায়ন হবে। শিবচরের মানুষের ভালোবাসা আমাকে শক্তি দেয়। দলের প্রতি আমার দীর্ঘ ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন এবার হবে বলে বিশ্বাস রাখি।

তিনি আরও জানান, দীর্ঘ ১৮ বছর নানা সময় পরীক্ষা এলেও দল ছাড়েননি। শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতেও দলের সাথেই থাকবেন।

র‌যালি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের উচ্ছ্বাস আর সাধারণ মানুষের উপস্থিতিতে গণসংযোগ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

স্থানীয়দের ভাষ্য, নাভীলা চৌধুরী বহুদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য তার প্রতি মানুষের বিশ্বাস ও আস্থাও দিন দিন আরও বাড়ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান, শিবচর উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান, যুবদল নেতা খলিলুর রহমান, সোহাগ বেপারীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩