মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান-৩০০ নং আসনে জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বান্দরবানে পদযাত্রা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ে জনগোষ্ঠীর হাজারো নেতাকর্মী অংশ নেন।
সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। সাতটি উপজেলা ও ৩৪টি ইউনিয়ন থেকে ছুটে আসা নেতাকর্মীরা সেখানে সমবেত হন। পরে পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।
পদযাত্রায় বক্তারা বলেন, “পাহাড়ে পাহাড়ি-বাঙালির সুখে-দুঃখে পাশে দাঁড়াতে অসাম্প্রদায়িক, তরুণ ও দূরদর্শী নেতৃত্ব দরকার।” তাদের দাবি, বিএনপির প্রাথমিকভাবে মনোনীত বয়োজ্যেষ্ঠ নেতা সাচিং প্রু জেরীকে সম্মানজনক পদে রেখে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক সফল পৌর মেয়র মো. জাবেদ রেজাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।
বক্তারা বলেন, ৩০০ নং আসনে পাহাড়ি-বাঙালির অভিন্ন দাবি—মনোনয়ন পরিবর্তন করে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণা করতে হবে।
মুক্তমঞ্চে বক্তব্য দেন—সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা সম্প্রদায়ের নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বী বিএনপি নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদারসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা কর্মসূচি পালন করে আসছে বান্দরবান জেলা বিএনপি। চলতি বছরের ৪ জুন কেন্দ্রীয় সিদ্ধান্তে সাচিং প্রু জেরীকে আহ্বায়ক ও মো. জাবেদ রেজাকে সদস্যসচিব করে ৪৬ সদস্যের নতুন জেলা বিএনপি কমিটি ঘোষণা করা হয়। দলীয় কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩