বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ নারী ভোটারদের নিয়ে মফিকুল হাসান তৃপ্তির প্রাণবন্ত উঠান বৈঠক পায়রা নদীতে ১৮ কেজির বিশাল পাঙ্গাসে চমক কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাবিপ্রবি’র মো: আরিফুল ইসলাম আরিফ দোয়ারাবাজারের কৃতি কন্যা শারমিন জাহান মিতা ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরলাপাং হয়তো থাকবেই না আগামী মানচিত্রে- মেঘনার গর্ভে বিলীন হতে বসা এক গ্রাম অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার কক্সবাজারে ছাত্রলীগ কর্মী ইমরান গ্রেপ্তার, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগ কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে-আমিনুল হক হাঁস পালন করে ভাগ্য বদলাচ্ছেন তরুণ জোবায়ের হোসেন বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১ সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন মোহনগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মাইলস্টোন ট্রাজেডির তিন মাস আহত চৌদ্দগ্রামের জমজ দুই বোন বাসায় ফিরেছে

অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধি:

সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম পরে নিজেদের সামরিক বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের মূলহোতা মো. নাজমুল হাসান ওরফে জিম (২৪) কে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-১৩।

বুধবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রাম এলাকায় র‍‍্যাব-১৩, সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‍‍্যাব জানায়, নাজমুল দীর্ঘদিন ধরে নিজেকে কখনও সেনাবাহিনী, কখনও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে অনলাইনে মানুষের বিশ্বাস অর্জন করত। ভিডিও কলে ইউনিফর্ম পরে কথা বলার পাশাপাশি কখনও নারী সৈনিক সেজে নারীর কণ্ঠে প্রতারণা চালাত সে। এই কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে নাজমুল।

বাদীর করা মামলার তথ্য অনুযায়ী, নাজমুল ও তার সহযোগীরা সেনা সদস্য পরিচয় দিয়ে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে আরও ৫ লাখ টাকা দাবি করলে সন্দেহের সৃষ্টি হয় এবং প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায়। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা (নং ০৩/১৭৭, তারিখ: ০৭/১১/২০২৫) দায়ের করা হয়।

গ্রেফতারের সময় নাজমুলের কাছ থেকে সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম, ভুয়া আইডি কার্ড, একাধিক মোবাইল ফোন, মেয়েদের পরচুলা, মেকআপ সেটসহ বিভিন্ন প্রতারণার আলামত উদ্ধার করে র‍‍্যাব।

র‍‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে র‍‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জনগণকে সচেতন থেকে এমন ভুয়া পরিচয়ের ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩