শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ যুবক আটক নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত চিহ্নিত মাদক কারবারি অংকন পাঠান গ্রেপ্তার কুবিতে অনুপ্রাসের নতুন কমিটি ঘোষণা খুবিতে কুসাকের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জাবিতে ‘আহ্বান’-এর আংশিক কমিটি গঠন বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার অফিস উদ্বোধন হাংকি পাংকি বুঝি না, ধানের শীষের বিজয় বুঝি- কামরুল হুদা শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরন ও গাভী পালন প্রশিক্ষন দোয়ারাবাজারের দোহালিয়ায় গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন আওয়ামি লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মহড়া নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে ইন্টারনেট সেবার চরম দুরবস্থা পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের যোগদান “ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” বাউফলে ড. শফিকুল ইসলাম আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর মহড়া জাবিতে বাড়ানো হলো বিভাগ ভিত্তিক আসন সংখ্যা সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান জব্দ জাবির ১৫ নং ছাত্রী হলে নবীনবরণ, হল সংসদ অভিষেক ও বিদায় সংবর্ধনা

চিহ্নিত মাদক কারবারি অংকন পাঠান গ্রেপ্তার

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে আবারও এক চিহ্নিত মাদকচক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পৌরশহরের কাজী অফিসের সামনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় শাফিন খান পাঠান ওরফে অংকন পাঠানকে (৩২)। তিনি এলাকার কুখ্যাত মাদককারবারি রেনু পাঠানের ছেলে। উল্লেখ্য, রেনু পাঠানও চলতি মাসের ১ নভেম্বর হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন এবং ইতোমধ্যেই এক ডজনের বেশি মাদক মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন।

অংকন পাঠানের বিরুদ্ধে মোট ১৮টি মাদক মামলা রয়েছে। গাঁজাসহ গ্রেপ্তার হওয়ার পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের তাকে তিন মাসের কারাদণ্ড দেন। পরে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, রেনু পাঠান ও তার ছেলে অংকন একসময় উপজেলার একটি স্বচ্ছল ও সম্মানজনক পরিবারের সদস্য ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তারা পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেন। প্রায়ই তারা গ্রেপ্তার হন, কিছুদিন কারাগারে থাকেন, পরে জামিনে বের হয়ে আবারও একই চক্রে ফিরে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “অংকন পাঠান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে ১৮টি মামলা থাকা সত্ত্বেও সে বারবার জামিনে বের হয়ে আবারও একই পথে হাঁটত। তার বাবা রেনু পাঠানের বিরুদ্ধেও অসংখ্য মামলা রয়েছে।”

তিনি আরও জানান, “বাবা-ছেলে দুজনের কর্মকাণ্ডে এলাকায় বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা তাদের থামাতে একের পর এক অভিযান চালাচ্ছি, তবে মাদকচক্র থেকে বের না হওয়ায় সমস্যা বাড়ছে।”

স্থানীয়দের দাবি, এই পরিবারকে মাদক ব্যবসা থেকে বিচ্ছিন্ন করতে আরও কঠোর নজরদারি এবং আইনি ব্যবস্থা প্রয়োজন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩