বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
এনসিপির মনোনয়ন নিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুমিনুল কক্সবাজারে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ আগুন চারঘাটে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু ঈদগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে গ্রেফতারকৃত ফয়সালকে আদালতে প্রেরণ ঈদগাঁওয়ে বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর পাঁচ্চর গোলচত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ জৈন্তাপুর কানাইঘাটে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও বিড়ি জব্দ নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’ একনেক সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০০ শয্যা অনুমোদন শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক শীতের আভা পড়তেই বানারীপাড়ায় পিঠার দোকানে ভীড় কৃষক এর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে বিরামপুরে মানববন্ধন কুকসুর রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চুনারুঘাটে লাইসেন্স বিহীন যানবাহন আটক সামসুজ্জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ গাজীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত গাজীপুরে ৪ ডাকাত গ্রেফতার ফুলপুরে ৭ জনের বিরুদ্ধে মিথ্যা অপহরন মামলার অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে ‘কুরআন উপহার কর্মসূচি ২০২৫’

জৈন্তাপুর কানাইঘাটে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও বিড়ি জব্দ

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় বোতল মদ ও বিপুল পরিমাণ পাতার বিড়ি জব্দ করা হয়েছে।

১৯ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাগানবাজার এলাকায় অভিযান চালায় বিজিবি । এ সময় মালিকবিহীন অবস্থায় ৩০১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার সিজারমূল্য ৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, ১১ নভেম্বর সকালে জৈন্তাপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ হাজার ৪৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে। এসব বিড়ির সিজারমূল্য ৯ লাখ ২৪ হাজার টাকা সমপরিমাণ ।

দুই অভিযানে মোট জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ১৩ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩