বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় বোতল মদ ও বিপুল পরিমাণ পাতার বিড়ি জব্দ করা হয়েছে।
১৯ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাগানবাজার এলাকায় অভিযান চালায় বিজিবি । এ সময় মালিকবিহীন অবস্থায় ৩০১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার সিজারমূল্য ৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, ১১ নভেম্বর সকালে জৈন্তাপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ হাজার ৪৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে। এসব বিড়ির সিজারমূল্য ৯ লাখ ২৪ হাজার টাকা সমপরিমাণ ।
দুই অভিযানে মোট জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ১৩ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩