বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে ‘কুরআন উপহার কর্মসূচি ২০২৫’

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘কুরআন উপহার কর্মসূচি ২০২৫’।

“কুরআনের আলোয় নিজে আলোকিত হই এবং অন্যকে আলোকিত করি”— এই মূলমন্ত্রকে সামনে রেখে ১০ নভেম্বর (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩০০ জন নারী শিক্ষার্থীদের মধ্যে অর্থসহ পবিত্র কুরআন উপহার প্রদান করা হয়।

নিজের অনুভূতি জানাতে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কায়নাত আক্তার বলেন, আজকের এই আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। কুরআন উপহার পাওয়াটা শুধু একটি উপহার নয়, বরং এটি আমাদের জন্য এক আধ্যাত্মিক প্রেরণা। এমন উদ্যোগ নিয়মিত হলে আরও অনেক শিক্ষার্থী কুরআনের চর্চায় উৎসাহিত হবে।

এবিষয়ে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিহা বলেন, এরকম উদ্যোগ সত্যি অনেক প্রশংসনীয়। আমার খুব ভালো লেগেছে। আশা করছি ভবিষ্যতেও এমন ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সাবিনা সাদিকা বলেন, আমাদের লক্ষ্য ছিল বোনদের হাতে কুরআন তুলে দিয়ে আল্লাহর বাণীর সঙ্গে তাদের আরও ঘনিষ্ঠ করা। কুরআনের প্রথম আয়াতই ছিল— ‘ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক’, অর্থাৎ ‘তোমরা জ্ঞান অর্জন করো’। সেই দিক থেকে চিন্তা করলে আমাদের জ্ঞানের মূল উৎসই কুরআন। আমরা বিশ্বাস করি, কুরআনের আলো ছড়িয়ে দিলে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি পাবে। অংশগ্রহণকারীদের আগ্রহ ও ভালোবাসা দেখে আমরা সত্যিই অনুপ্রাণিত হয়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩