সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নবীনগরে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে নজিরবিহীন মানববন্ধন সন্দ্বীপে বিএনপি নেতা এডভোকেট আবু তাহেরের সমর্থনে গণসংযোগ ও পথসভা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভোটের আগেই সেবার নজির: রাস্তাঘাট সংস্কারে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী পথসভা বিলাইছড়িতে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন: বিলাইছড়ি রাইংখ্যং একাদশ আমি থাকবো সত্যের পথে, ন্যায়ের পথে উঠান বৈঠকে লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম ৩০০ বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি বিয়ের মেহেদী শুকানোর আগেই বিদ্যুৎ স্পষ্টে যুবকের মৃত্যু তারুণ্যের স্বপ্নে পরিবর্তনের রাজনীতি গড়ছেন প্রকৌশলী রাশেল উল আলম সমাপ্ত হলো নালিতাবাড়ি রাণীগাঁওয়ে ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান কুবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ভবনের উদ্বোধন কোম্পানীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জাল নোট সহ আটক এক জন নাসির নগরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা বনপাড়া পৌরসভার গরীবের পল্লী চিকিৎসক রন্জিত মারা গেছেন অসহায় রিকশাচালকের হাতে অটোরিকশা তুলে দিলেন ড. মাসুদ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মেহেরাব হোসেন, মাদারীপুর প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা একাত্তর চত্বর থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর নেতৃত্বে একটি র‍্যালি বের হয়।র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে বিকেল ৪টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা একাত্তর চত্বরে সমবেত হন। ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে উচ্ছ্বাসের মধ্য দিয়ে তারা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর নেতৃত্বে অংশ নেন র‍্যালিতে।

সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক দিন। বক্তারা আরও বলেন, দলের ত্যাগী নেতা হিসেবে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকি দীর্ঘদিন ধরে মাঠে রয়েছেন, তাই মাদারীপুর-১ আসনে তাকে বিএনপির মনোনয়ন দেওয়া সময়ের দাবি।

সংক্ষিপ্ত বক্তব্যে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকি বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হবো। দলের দুঃসময়ে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেও দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। দলের সঙ্গে কখনো বেইমানি করিনি, করবো না। জনগণ আমাকে ভালোবাসে, আমি জনগণেরই একজন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, বিএনপির সদস্য শামীম আহসান চৌধুরী, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ চৌধুরী তুমন, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কুতুবউদ্দিন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন ও সদস্য সচিব মনজিল রহমান সিহাব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর বেপারী, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ গোমস্তা, সরকারি বরহামগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব আকিব খান, উপজেলা মহিলাদলের আহ্বায়ক সুহাদা আক্তার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আ. ছাওয়ার উকিল, সদস্য সচিব বিদ্যুৎ দত্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩