রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ভোটের আগেই সেবার নজির: রাস্তাঘাট সংস্কারে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী পথসভা বিলাইছড়িতে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন: বিলাইছড়ি রাইংখ্যং একাদশ আমি থাকবো সত্যের পথে, ন্যায়ের পথে উঠান বৈঠকে লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম ৩০০ বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি বিয়ের মেহেদী শুকানোর আগেই বিদ্যুৎ স্পষ্টে যুবকের মৃত্যু তারুণ্যের স্বপ্নে পরিবর্তনের রাজনীতি গড়ছেন প্রকৌশলী রাশেল উল আলম সমাপ্ত হলো নালিতাবাড়ি রাণীগাঁওয়ে ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান কুবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ভবনের উদ্বোধন কোম্পানীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জাল নোট সহ আটক এক জন নাসির নগরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা বনপাড়া পৌরসভার গরীবের পল্লী চিকিৎসক রন্জিত মারা গেছেন অসহায় রিকশাচালকের হাতে অটোরিকশা তুলে দিলেন ড. মাসুদ জৈন্তাপুরে লাল শাপলা বিলে কচুরিপানার দখল, হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’ গাজীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে জখম করল স্ত্রী

দাবি আদায়ে কর্মবিরতিতে শিবচরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

সারাদেশের মতো মাদারীপুরের শিবচর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।

রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে চলমান এই আন্দোলনে উপজেলার প্রায় সব স্কুলের সহকারী শিক্ষকরা অংশ নিয়েছেন।

তারা বলেন, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তাসহ তিনটি দাবির দ্রুত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাবেন।

শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করেও তাদের দাবি পূরণ হয়নি। অন্যান্য সরকারি ক্যাডার কর্মকর্তারা ১০ম গ্রেড সুবিধা পেলেও প্রাথমিক শিক্ষকদের বঞ্চিত রাখা হচ্ছে। এতে শিক্ষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

এদিকে কর্মবিরতির কারণে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকায় বিপাকে পড়েছে শত শত শিক্ষার্থী ও অভিভাবক। অনেক স্কুলে সকালে শিশুরা এলেও শিক্ষক না থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হয়।

শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাজধানীতে আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর থেকে শিক্ষকরা আরও বিক্ষুব্ধ হয়ে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দেন।

এ বিষয়ে ৮৫ নং দত্ত পাড়া খাড়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাদাত হোসেন খান বলেন, “প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা এখন স্নাতক। একজন শিক্ষক কখনোই তৃতীয় শ্রেণির হতে পারেন না। তৃতীয় শ্রেণির কাছ থেকে দেশ কীভাবে প্রথম শ্রেণির সুনাগরিক পাবে? এছাড়া সহকারী শিক্ষকদের মাসিক টিফিন ভাতা মাত্র ২০০ টাকা। শিক্ষা অফিসের কেরানির গ্রেড ১২ হলেও একজন শিক্ষক এখনো বৈষম্যের শিকার। এ অবস্থা মেনে নেওয়া যায় না। সহকারী শিক্ষকদের প্রতি অনুরোধ, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান রাখুন।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩