শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে অস্ত্রসহ ‘দুলাভাই বাহিনীর’ দুর্ধর্ষ সদস্য আটক দোয়ারাবাজারে মাদ্রাসা নির্বাচন নিয়ে সংঘর্ষ ঈদগাঁওয়ে চোরাইকৃত গরু সহ চোর আটক কমলনগরে মাহফিলের চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ওপর হামলা ইসলামী মাইক্রোফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন কুয়েটে স্মার্ট সেবা সম্প্রসারণে গেট এইড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর সংসদ সদস্য হতে নয়, ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে এসেছি : গোলাম আজম সৈকত শিবচরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাদিরা মিঠু চৌধুরীর পক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় এ বি এম আশরাফ উদ্দিন নিজান নীরব নেতৃত্বের এক আলোকবর্তিকা গাজীপুর পূবাইলে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত ভাড়াটে খুনি দিয়ে হত্যা করানো হয় বিএনপি কর্মীকে স্ত্রী সন্তান হারিয়ে নিঃস্ব দুই পরিবার, চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন সন্দ্বীপে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও প্রচার উলিপুরে আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন চুনারুঘাটে জুলাই পুনর্জাগরণ- গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় জামায়াতের গণসংযোগে জনসাধারণের ব্যাপক সাড়া শ্রীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী এনামুল হক মোল্লা গ্রেফতার ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে ৫ স্কুলছাত্রী অসুস্থ জামালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাউফলে ৯ জন গাড়ী চালককে জেল জরিমানা

শিবচরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাদিরা মিঠু চৌধুরীর পক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রত্যাশী নাদিরা মিঠু চৌধুরীর পক্ষে শিবচরের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে শিবচরে তার নিজ বাড়িতে আয়োজিত এই মতবিনিময় সভায় নাদিরা মিঠু চৌধুরী উপস্থিত ছিলেন না। তার পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সভাটির সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা সাইদুর রহমান সুমন।

সভায় শিবচর উপজেলা বিএনপির নেতা মনির মোল্লা বলেন, “আওয়ামী লীগের শাসনামলে শুধু শিবচর নয়, সারাদেশেই মানুষ কথা বলতে পারেনি। সেই কঠিন সময়ে নাদিরা মিঠু চৌধুরী রাজপথে থেকে আন্দোলন করেছেন। আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে তিনি স্বামীকে হারিয়েছেন, এমনকি সন্তানও হামলার শিকার হয়ে অকালেই প্রাণ হারিয়েছে। তাদের এই ত্যাগ শিবচরে অনন্য দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা রাজনৈতিকভাবে একঘরে ছিলাম। মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সবসময় নিরাপত্তাহীনতায় ভুগেছি। আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটও করা হয়েছে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—শিবচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খান, কাঠালবাড়ী ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তফা বেপারী, উপজেলা বিএনপির নেতা মোশারফ মুন্সি, মাদবরেরচর ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম শেখ, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল মুন্সি, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোড়ল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল করিম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজম উকিলসহ অন্যান্য নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩