বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে বিভিন্ন যানবাহনকে মোট ২৭ হাজার টাকা অর্থদন্ড করা হয় ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে বাউফল থানার সামনে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. সোহাগ মিলু।
অভিযানে ৪টি সিএনজি চালিত অটোরিকশাকে ১,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা, ৩টি ব্যাটারি চালিত অটো রিকশাকে মোট ৩,০০০ টাকা ও ২টি ট্রলিকে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
বাউফল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. সোহাগ মিলু বলেন, নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন তৎপর ছিল। দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল যানবাহন চলাচল। কিছু দিন আগেও একটি দুর্ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান নিয়মিত চলমান থাকবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩