বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ইট বিছানো রাস্তা, গর্ত আর জলাবদ্ধতা-এমনই ববির প্রধান প্রবেশপথ, সংস্কারের অবহেলা ববি প্রশাসনের বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ট্রাক চাপায় ৩ কর্মী নিহত বিলাইছড়ির একাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মুহাম্মদ মামুনুল হক: শিক্ষার মান যাচাই ও শিক্ষকদের সাথে মতবিনিময় ঘোড়াঘাটে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের নাম অন্তর্ভুক্ত না থাকার কারন ব্যাখ্যা রোয়াংছড়ি জেতবন বিহারে ৫৬ তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত মুরাদনগরে চাচাতো ভাইয়ের হাতে ৬ বছরের আদিবার নৃশংস হত্যা ব্যারিস্টার জমির উদ্দিনের আসন পুনরুদ্ধারে ছেলে নওশাদ জমির দোয়ারাবাজারে জমিয়ত প্রার্থী মোহাম্মদ নূরুল হকের সমর্থনে শোডাউন ও পথসভা কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে নীলফামারীতে বিএনপির দুই প্রার্থীর নাম ঘোষণা বাউফলে ইঞ্জিনিয়ার ফারুখ আহমেদের পক্ষে লিফলেট বিতরণ জবিতে শুরু হলো শহীদ সাজিদ স্পোর্টস কার্নিভাল কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে ঢাবিতে দিনব্যাপী কর্মশালা মাদারীপুর-১ আসনের মনোনয়ন ঘোষণা স্থগিত করল বিএনপি সকল তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন অধ্যাপক হাবিব-উল-মাওলা সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষনা পূবাইলে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা নাসির নগরে ঝুঁকিপূর্ণ সেতুতে যানবাহন চলাচল, চরম আতংকে যাত্রী ও চালকরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দীপেন দেওয়ানের পক্ষে বিএনপির প্রচারণা জোরদার

‎সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তার উপর হামলা, ভল্টের চাবি ছিনতাই

‎‎তুর্য দাস, সুনামগঞ্জ প্রতিনিধি:

‎টাকা জমা দেবার সময় শৃঙ্খলা না মানায় কথা কাটাকাটির জের ধরে ব্যাংকের ক্যাশিয়ারের উপর হামলা ও ভল্টের চাবিসহ সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের ঘটনায় সুনামগঞ্জ ব্রাংক ব্যাংকের প্রধান শাখায় সোমবার সাড়ে তিন ঘণ্টা স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল।

‎সোমবার সকালে শহরের স্টেশন রোডের নেজা প্লাজার নিচে ব্র্যাক ব্যাংকের ক্যাশ ইনচার্জ মো. বেলায়েত হোসনের উপর এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা নগদ ৮২ হাজার টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করে পালিয়েছে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়। একারণে সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল।

পরে সোনালী ব্যাংকে থেকে ব্যাংকের ভল্টের বিকল্প চাবি এনে কার্যক্রম সচল করা হয়।
‎ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা জানান, রবিবার বিকেল তিনটায় ওমরগণি নামের এক গ্রাহক তার স্ত্রী ফারজানা আলীর হিসাবে ৮০ হাজার টাকা জমা দিতে আসেন। ব্যাংকের ভেতর অন্য গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছিলেন। কিন্তু তিনি লাইনে না দাঁড়িয়ে টাকা জমা দিতে সবার সামনে চলে যান।এসময় ক্যাশ ইনচার্জ বেলায়েত হোসেন তাকে লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে টাকা জমা দেবার জন্য বলেন। ওমরগণি ওই সময় ক্ষুব্ধ হন। এক পর্যায়ে ক্যাশ ইনচার্জ ও ওমরগণির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম পরিস্থিতি সামাল দিয়ে বিষয়টি মিটমাট করে দেন।

সোমবার সকালে ক্যাশ ইনচার্জ বেলায়েত হোসেন ব্যাংকের নিচে আসলে ওঁত পেতে থাকা ওমরগণি সহ ৪-৫ জন তার ওপর হামলা চালান। এসময় বেলায়েত হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকারের শব্দ শুনে লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় বেলায়েৎ হোসেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রাহক ওমর গণি’র সঙ্গে বেলায়েত হোসেনের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি ব্যাংকে উপস্থিত সবার সামনে মিটমাট করা হয়েছে। সোমবার সকালে ব্যাংকে ঢুকার সময় ভবনের নীচে বেলায়েত হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি চুরিকাঘাত করা হয়। এসময় নগদ ৮২ হাজার টাকা, ভল্টের চাবি ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর সাড়ে ৩ ঘন্টা লেনদেন বন্ধ থাকার পরে সোনালী ব্যাংক থেকে ভল্টের চাবি এনে লেনদেন চালু করা হয়। এ বিষয়ে হামলাকারীদের নামে থানায় মামলা দায়ের করা হবে।

‎অভিযুক্ত ওমরগণি বললেন, ক্রেডিট কার্ডের বিল জমা দিতে গিয়েছিলাম। টাকা গ্রহণে সিরিয়েল মেন্টেইন না করে স্বজনপ্রীতি দেখে প্রতিবাদ করি। পরে ক্যাশিয়ার আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে লাটি হাতে তেড়ে আসেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপক এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। সন্ধ্যায় দুজনে কথা বলে বিষয়টি মিটমাট করার কথাও বলেন ব্যবস্থাপক। সোমবার সকালে বেলায়েত ফোন দেন আমাকে, আমি তার সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করি নি। এরপর সাড়ে নয়টার দিকে ব্যাংকের সামনে পেয়ে তিনি উসকানি দিয়ে কথা বলেন। শেষে হাতাতির ঘটনা ঘটে। ব্যাংকের সিসি ক্যামেরা চেক করার দাবিও করলেন ওমরগণি।

ব্যাংক কর্মকর্তা বেলায়েত হোসেনের ভাই অ্যাড. কামাল হোসেন জানান, ওমরগণি তার সহযোগী আরপিননগর এলাকার বাসিন্দা শিমুল ও জনিসহ হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

সুনামগঞ্জ সদর থানায় ওসি আবুল কালাম বললেন, ঘটনার খবর শুনে পুলিশ ব্যাংকে গিয়েছিল। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে ক্যাশিয়ারের উপর হামলার ঘটনায় মামলা করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩