মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
 শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন মাদারীপুরের সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে।
অবরোধের ফলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক্সপ্রেসওয়ের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নেন। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। রাত সাড়ে ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে অবরোধকারীরা সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩