বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: নেতৃত্বে ইবি ও পবিপ্রবি বাউফলে ড. মাসুদের গণসংযোগ নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ৯০ দিনে কুরআনের হাফেজ হলেন মাহদী রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে চান বাঘাইছড়িবাসী পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মুরাদনগরে অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান কুবিতে ’হাল্ট প্রাইজ ২০২৫-২৬’- এর আয়োজক কমিটি ঘোষণা একাধিক হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গ্রেপ্তার জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন জাবিতে ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের ক্যাম্পেইন শুরু

চৌদ্দগ্রামে খোলা আকাশে নিচে আগুনে বসতঘর পুড়ে যাওয়া দুই পরিবার

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়েছে। সকল কিছু হারিয়ে দুই পরিবারের নয় সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের কান্নার আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের মধ্যমপাড়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঙ্গিশ্বর গ্রামের মধ্যমপাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে ফিরোজ ভুঁইয়ার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ফিরোজ ভুঁইয়া ও আফসার মিয়ার টিনসেড ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আলমারি, সুকেশ, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফ্রিজ, টিভিসহ সকল মালামাল ভস্মীভুত হয়েছে। এতে দুই পরিবারের ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী ফিরোজ ভুঁইয়া বলেন, আমি বাড়ির বাইরে ছিলাম। মোবাইলে ফোনের মাধ্যমে জানতে পারি, ঘরে আগুন লেগেছে। আমার মা, স্ত্রী, ছেলে-মেয়েসহ হাউমাউ করে কাঁদছে। আগুনের তাপের কারণে আমরা কেউ ভিতরে প্রবেশ করতে পারিনি। ঘরে থাকা নগদ ২ লক্ষ ৩৭ হাজার টাকাসহ সব মালামাল পুড়ে ছাই হয়েছে।

আফসার মিয়া বলেন, গত ২২-২৩ বছর যাবৎ আমি আবদুল মমিন মাস্টারের বাড়িতে থাকি। এ সুবাদে আমি এ গ্রামেই বিয়ে করি বসবাস করছি। আগুনে আমার ঘরের পরনের কাপড় ছাড়া এক সুতাও বের করতে পারিনি। আমার কষ্টের জমানো ৬০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ, চারটি খাট, আলমারি পুড়ে ছাই হয়ে যায়। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছি।
আফসার মিয়ার স্ত্রী কুলসুম বেগম বলেন, ধোড়করা বাজার থেকে শখ করে শাপলা কিনে আনছি। ডিম দিয়ে রান্না করেছি। কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি। আগুনের লেলিহান শিখায় আমার ঘরে থাকা সকল জিনিসপত্র ছাই হয়ে যায়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ হানিফ বলেন, খবর পেয়ে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাত করেছি। দুইটি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। এ মুহুর্তে তাদের পাশে বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হতো, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌছতে পারলে তাদের ক্ষতি এরকম হতো না। আমরা ঘটনাস্থলে পৌছার আগেই আগুনের লেলিহান শিখায় তাদের মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩